শনিবার ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে।সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক, অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল তথা বিশ্ব সংস্থার সহ-সভাপতি সাবিনা ইন্দ্রজিৎ , সর্ব ভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ আরও অনেকে। এই দ্বিবার্ষিক সম্মেলনে ইউনিয়নের সকল সদস্য-সদস্যারা। সম্মেলনে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত অথিতিরা।