ফের গোপন খবরের ভিত্তিতে শনিবার ধর্মনগর রেল স্টেশন থেকে পাঁচ বাংলাদেশীকে আটক করেছে পুলিশ l এদিন সকালে আগরতলা থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় ধর্মনগর রেল স্টেশনে হামসফর এক্সপ্রেস থেকে পাঁচ বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশ। ধৃতরা হল রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাব আলী শেখ, মমতাজ আক্তার ও রোজিনা বেগম। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশে । এক দালাল চক্র তাদেরকে রাতের আধারে বাংলাদেশের আমতলী নামক জায়গা দিয়ে তারকাটার বেড়া পার করিয়ে দিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে শিকার করেছে ধৃতরা। সেই সময় তারা কোনও সীমান্ত সুরক্ষা বাহিনীকে দেখতে পাইনি। সেখান থেকে তারা আগরতলা রেল স্টেশনে আসে। প্রতি মাথা পিছু কুড়ি হাজার টাকার বিনিময়ে রফিকুলের হাত ধরে বাকিরা বেঙ্গালুরুতে যাচ্ছিল বলে জানা গিয়েছে। এখন ঘটনার তদন্ত করছে আরপিএফ থানার পুলিশ।