সম্ভবত শীঘ্রই মধ্যবিত্তের জন্য খুশির খবর শোনাতে চলেছে মোদী সরকার। শনিবার এমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে এদিন আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে হরদীপ সিং পুরী জানান, যদি আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম অপরিবর্তিত থাকে, তবে দেশের তৈল উৎপাদক ও বিক্রয়কারী সংস্থা গুলি পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে চিন্তা-ভাবনা করতে পারে। এবিষয়ে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ২০২২ সালের এপ্রিল মাস থেকে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। তেলের দাম যাতে না বাড়ে, তা নিশ্চিত করেছে মোদী সরকার। আগামিদিনেও যাতে গ্রাহকদের কোনও রকম কঠিন পরিস্থিতির মধ্যে না পড়তে হয়, তাও নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার।