ফেসবুকে পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর প্রয়াত মা,কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আফজল লাখানি নামে এক ব্যক্তি। এরপর গুজরাট হাই কোর্টে জামিনের আবেদন করেন তিনি। তা খারিজ করে আদালতের মন্তব্য, ভবিষ্যতে ওই ব্যক্তি একই ধরনের কাজ করবেন না, তার নিশ্চয়তা নেই। যা সামাজিক সৌভ্রাতৃত্বের জন্য বিপজ্জনক। গত বছরের ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদি এবং প্রয়াত হিরাবেনকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ ওঠে আফজলের বিরুদ্ধে। এরপর জামনগরের সিক্কা থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে ঘৃণা ভাষণ, মানহানি, ধর্মীয় ভাবাবেগে আঘাত-সহ একাধিক ধারায় মামলা করা হয়। জামিনের আর্জি জানিয়ে গুজরাট হাই কোর্টে মামলা করেন আফজল। সেই আবেদন খারিজ করে বিচারপতি নিরজার দেশাই মন্তব্য করেন, “কাউকে কারও পছন্দ বা অপছন্দ হতেই পারে। এর মানে এই নয় যে, ওই ব্যক্তিকে নিয়ে আপত্তিজনক এবং খারাপ কথা বলা যাবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আজ মজদুর মনিটরিং সেলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়
Next post ২৩টি নিত্য প্রয়োজনীয় ওষুধের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিল NPPA
%d bloggers like this: