গত দুসরা জুন রাতে ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় যে ২৮৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অনেকেরই দেহ এখনও শনাক্ত হয়নি। মৃতদেহগুলি পড়ে রয়েছে ভুবনেশ্বরের মর্গে। শনাক্তহীন এই দেহগুলির দ্রুত চিহ্নিতকরণের জন্য এবার ভারতীয় রেলওয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, বালেশ্বরের বাহানগায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের শনাক্তকরণের জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরিচালিত ওয়েবসাইট ও সিম কার্ড ট্রায়াঙ্গুলেশন প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, বাহানগায় দুর্ঘটনার পর যে শতাধিক দেহ শনাক্ত না হওয়ার কারণে মর্গে পড়েছিল, সেই দেহগুলিকে মৃতদের পরিজনের হাতে তুলে দিতে আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়ার সাহায্য নেওয়া হয়েছিল। দুর্ঘটনাস্থল ও মর্গে এসে ইউআইডিএআই,র আধিকারিকরা মৃতদেহ গুলির হাতের আঙুলের ছাপ স্ক্যান করে তাদের পরিচয় জানার চেষ্টা করে। এই পদ্ধতি অনুসরণ করে প্রায় ৬৫টি দেহ শনাক্তকরণ সম্ভব হয়। কিন্তু এই পদ্ধতিতেও তৈরি হয়েছে সমস্যা। কারণ বহু মৃতদেহই পুড়ে গিয়েছে, ফলে তাদের আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট পাওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে।