আগরতলা পুর নিগমের অধীন বিভিন্ন এলাকার নানা সমস্যা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ ও পানীয় জলের তীব্র সঙ্কটের প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম সদর মহকুমা কমিটি।এদিন মিছিলটি রাজধানীর মেলারমাঠ এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ও বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সকল নেতা নেত্রীরা। মিছিলে উপস্থিত এক নেতৃ্ত্ব জানান, আগরতলা পুর নিগম এলাকার নগর জীবনের নানা বিষয়ক দাবি নিয়ে আজই আগরতলা পুর নিগমের মেয়রের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু তিনি আগরতলা না থাকায় তা সম্ভব হয় নি। তবে অন্য একদিন মেয়রের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, আগরতলাকে স্মার্ট সিটি স্মার্ট সিটি বলা হলেও, বাস্তবে তা শুধুমাত্র প্রচারেই সীমাবদ্ধ রয়েছে। স্মার্ট সিটি নিয়েও কটাক্ষ করেন দলের ওই নেতৃত্ব।