নিজের টাকায় ক্রয় করা রাস্তা পাকা করতে গিয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকেদের হাতে হুমকির শিকার মহিলা, আতঙ্কে পরিবারের সদস্যরা। ঘটনা বিশালগড় গণপরিষদের অন্তর্গত নেতাজিনগর ৯ নং ওয়ার্ড। জানা যায় নেতাজি নগর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা অঞ্জলি দেবনাথের গৌরী দেবনাথ মায়ের ক্রয় করা রাস্তা নিজ টাকা খরচা করে পাকা করতে যায়। আরডিক সেই সময়ই পার্শ্ববর্তী বাসিন্দা তাপস দেবনাথ, পিন্টু পাল ,সুবল দাস, গৌরি দেবনাথ কে হুমকি দেয় সেই যেন এই রাস্তাটি পাকা না করে। জানাযায় গরি দেবনাথের পার্শ্ববর্তী বাড়ি তাপস দেবনাথ দীর্ঘদিন যাবৎ গৌরী দেবনাথের মায়ের ক্রয় করা রাস্তা দিয়ে নিজে বাড়িতে যাতায়াত করছেন এবং রাস্তাটিকে একপ্রকার খালাখন্দে পরিণত করে ফেলেছেন। সে বিষয়ে গৌরী দেবনাথ তাপস দেবনাথ কে জিজ্ঞাসা করলে তাপস দেবনাথ অঞ্জলি দেবনাথ উনার মেয়ে গৌরী দেবনাথ কে হুমকি দেয় যদি এই রাস্তাটি পাকা করে তাহলে আগুন জ্বলবে। তাপস দেবনাথের হয়ে সে জায়গায় মাতব্বরি করতে আসে নেতাজী নগরের শুকনো মাছ ব্যবসায়ী সুবল দাস। সুবল দাস গৌরী দেবনাথকে স্পষ্ট জানিয়ে দেন এ রাস্তাটি যদি করে তাহলে তার বিপদ হবে। অসহায় গৌরী দেবনাথ জানান আমার মায়ের নিজের টাকা দিয়ে ক্রয় করা রাস্তাটি আমি পাকা করবো তার জন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হবে বলে আমি মনে করি না। তাপস দেবনাথ এবং সুবল দাস প্রতিনিয়তই গৌরী দেবনাথের মায়ের করা রাস্তা দিয়ে যাতায়াত করছেন। সে জায়গায় গৌরী দেবনাথ তাদেরকে কোন রকম ভাবে বাধা দেয়নি কিন্তু যখন দিনের পর দিন রাস্তাটিকে খালাখন্দে পরিণত করে ফেলেছেন ঠিক সেই সময়ে গৌরী দেবনাথ তাদেরকে না করেন রাস্তা দিয়ে চলাফেরা করতে। আর তাতেই বাদে বাধা-বিপত্তি।