চলতি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের কারণে চরমে পৌঁছেছিল বিদ্যুতের চাহিদা। লাগাতর এসি, কুলার চালানো ও যথেচ্ছ বিদ্যুৎ খরচের কারণে ঘনঘন লোডশেডিংও নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। তবে এক্ষেত্রে চিন্তার আর কারণ নেই। এবার বদলে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবার নিয়ম। বিদ্যুৎ সঙ্কট মেটাতেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শক্তি মন্ত্রক। কেন্দ্রের তরফে আনা হচ্ছে নতুন বিদ্যুৎ পরিষেবার নিয়ম, এবার থেকে দিনে খরচ হওয়া বিদ্যুতের ক্ষেত্রে ২০ শতাংশ কম ট্যারিফ বা মাশুল লাগবে। অর্থাৎ দিনের বেলায় যত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, তার সাপেক্ষে যত টাকা বিল হয়, তার থেকে ২০ শতাংশ কম খরচ লাগবে। অন্যদিকে, গভীর রাতে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে ২০ শতাংশ অবধি বেশি মাশুল দিতে হতে পারে। শুক্রবার কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের তরফে এই ঘোষণাই করা হল। পুনর্নবীকরণ শক্তির ব্যবহার বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।এই গ্রীষ্মে যেভাবে গোটা দেশ গরমে জেরবার হয়েছে, তাতে বহু গৃহস্থ তের ব্যবহার। ব্য়াপক চাহিদা পূরণ করা কষ্টসাধ্য হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এদিন কেন্দ্রের তরফে ঘোষণা করা হল, এবার থেকে দিনে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে ২০ শতাংশ কম মাশুল লাগবে। রাতে ঠিক উল্টো নিয়মটা কার্যকর হবে। অর্থাৎ রাতে খরচ হওয়া বিদ্যুতের ক্ষেত্রে অতিরিক্ত মাশুল লাগবে। জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই গ্রীষ্মকালে বিদ্যুতের যে ব্যাপক চাহিদা বাড়ছে এবং তার জেরে বিদ্যুতের গ্রিডগুলির উপরে যে চাপ পড়ছে, তা কমানোর লক্ষ্যেই শক্তি মন্ত্রকের তরফে বিদ্যুৎ পরিষেবার নিয়মে বদল আনা হচ্ছে। আগামী ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এই নিয়ম চালু হবে। বাণিজ্যিক গ্রাহক ও শিল্পাঞ্চলগুলির জন্যই প্রাথমিক স্তরে এই নিয়ম চালু করা হবে। এর এক বছরের মধ্যে কৃষিক্ষেত্র ছাড়া বাকি সমস্ত গ্রাহকদের জন্যই এই নিয়ম কার্যকর করা হবে।