রবিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় জাতীয় শিক্ষানীতি বাতিল করা, শিক্ষক ,শারীর শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ করা সহ বিভিন্ন দাবিতে তিন ঘন্টার গন অবস্থান কর্মসূচি সং গঠিত করা হয় l এর উদ্যোক্তা জয়েন ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টা্র। এদিন সকাল এগারোটা থেকে দুপুরে দুইটা পর্যন্ত এই গন অবস্থান কর্মসূচি চলে। এই কর্মসূচিতে ১৮ টি সংগঠন প্রতিনিধিরা এই গন অবস্থানে অংশ গ্রহণ করেন বলে জানিয়েছেন ফোরামের কনভেনার মিহির লাল রায়।