ভয়াবহ আগুন লেগেছে জম্মু ও কাশ্মীরের একটি দোকানে। জম্মু ও কাশ্মীরের বারামুল্লার সুলতানপোরা কান্দি এলাকার একটি দোকানে আগুন লেগেছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও পুলিশের কর্মকর্তারা। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এছাড়াও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Jammu and Kashmir | A fire broke out in shops in Sultanpora Kandi area in Baramulla. Fire tenders & police officials on the spot pic.twitter.com/hhrjBItHiq
— ANI (@ANI) August 18, 2022