বৃহস্পতিবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উল আযহা। যা কুরবানী বা বকরি ঈদ হিসেবেও পরিচিত। প্রতি বছর বিশ্বজুড়ে নিষ্ঠার সঙ্গে এই উৎসব পালিত হয়। এই ঈদ কোরবানির ঈদ বলে এই উৎসবে আল্লাহ-কে কিছু না কিছু উৎসর্গ বা কোরবান করতে হয়। কোরবানির জন্য বকরি বা ছাগল ব্যবহারের কারণেই এই ঈদের আরেক নাম হয় বকরি ঈদ। আর আসন্ন এই উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা রাজ্যের বিভিন্ন মসজিদ l চূড়ান্ত প্রস্তুতি চলছে রাজধানীর গেদু মিয়ার মসজিদেও।