কুমারঘাট শহরে বুধবার বিকেলে উল্টো রথ টানতে গিয়ে আচমকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় রাস্তায় জীবন্ত দগ্ধ হয় ছয় জন ।ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।এদিন রাতেই কুমারঘাট থেকে আশঙ্কা জনক অবস্থায় আহত মোট সাতজনকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। কিন্তু আসার পথে একজন ধলাই জেলার মনু মাছলিতে মৃত্যু কোলে ঢলে পড়েন।খবর পেয়ে রাতেই আহতদের জিবি হাসপাতালে দেখতে যান রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মন, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও দলের রাজ্য সম্পাদক পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা। জিবি হাসপাতালে গিয়ে তারা আহতদের শারীরিক অবস্থার খবরা-খবর নেন ও চিকিতসকদের সঙ্গে কথা বলেন আহতদের চিকিৎসার ব্যাপারে।এই ধরনের ঘটনা আগে কখনো হয়নি। খুবই মর্মান্তিক ঘটনা।একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এত জনের মৃত্যু হয়েছে, তা ভাবা যায় না বলে জানান শাসক দলের নেতৃত্বরা।