শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সভাপতিত্বে এমপিএলএডিএস প্রকল্পের উপর এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আরও অনেকে। পর্যালোচনা সভায় এমপিএলএডিএস প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ উপস্থিত অথিতিরা।