LUG-… DMR…কোভিডের ভ্যাকসিনের সার্ভের নামে সাড়ে তিন লক্ষ টাকা প্রতারনা,আটক তিন প্রতারক।

কোভিডের ভ্যাকসিনের সার্ভের নামে প্রতারক চক্র দ্বারা সাড়ে তিন লক্ষ টাকা প্রতারনা । দুই ব্যাবসায়ীর বন্ধন ব্যাঙ্ক থেকে উধাও টাকা।থানায় অভিযোগের ভিত্তিতে আটক তিন প্রতারক।ধৃতরা মিঠু গৌড়,লক্ষী গৌড় ও গৌতম বিশ্বাস। উভয়ের বাড়ি ধর্মনগরের বরুয়াকান্দি গ্রামে।এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায়। জানা গেছে, কদমতলা থানা এলাকার প্রেমতলা এলাকার বাসিন্দা সন্দীপ দেব ও কদমতলা এলাকার সত্যরঞ্জন নাথ নামের দুই ব্যাবসায়ী তাদের বন্ধন ব্যাঙ্ক থেকে টাকা গায়েবের পৃথক দুটি মামলা দায়ের করেন। সন্দীপ দেবের ২ লক্ষ ৭০ হাজার এবং সত্যরঞ্জন নাথের ৮২ হাজার টাকা তাদের একাউন্ট থেকে কেটে যায় । অভিযোগ মোতাবেক উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী একটি টিম ঘটন করে তদন্তে নামেন । তদন্তে নেমে জানতে পারেন সম্পর্কিত বাবা মেয়ে মিঠু গৌড় ও লক্ষী গৌড় একটি স্কুটি নিয়ে কদমতলা এলাকার সত্যরঞ্জন ও সন্দীপের দোকানে গিয়ে কোভিডের ভ্যাকসিনের সার্ভে করেছিল ।সেই সময় তাদের মোবাইল ফোন নিয়ে সার্ভের নামে ঘাটাঘাটি করছিল ঐ তরুণী। তখন আগরতলায় বসে থাকা তাদের বসের সাথে ভিডিও কলের মাধ্যমে ভ্যাকসিনের সার্ভের ব্যাপারে কিছু কথা বলে দুই ব্যাবসায়ীর মোবাইল থেকে কিছু ম্যাসেজ ঐ ব্যক্তির কাছে পাঠিয়ে তরুণী চলে যায়। এর কিছুক্ষণ পর সন্দীপের একাউন্ট থেকে ২ লক্ষ ৭০ হাজার এবং সত্যরঞ্জনের একাউন্ট থেকে ৮২ হাজার টাকা কেটে যায়। কিন্তু প্রতারিত সন্দীপ সার্ভের নামে প্রতারনার সময় কোন কিছু বোঝে উঠতে না পারলেও সত্যরঞ্জন তার এক কর্মচারী দিয়ে তখন স্কুটির একটি ফটো তুলে রাখে । শুক্রবার সেই স্কুটির ফটোর সূত্র ধরে প্রতারক মেয়ে,বাবা সহ বরুয়াকান্দি এলাকার গৌতম বিশ্বাস নামের অপর এক যুবককে আটক করে ধর্মনগর থানার পুলিশ । এদিকে ধৃত প্রতারক তরুণী জানিয়েছে,সে কিছু দিন পূর্বে প্রতিবেশী গৌতমের কাছে কিছু একটা কাজ চেয়েছিল।তখন গৌতম আগরতলার এক ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করার কথা বলে। পরে তরুণী আগরতলার ঐ ব্যক্তির সাথে যোগাযোগ করলে সে বলে,কোভিডের ভ্যাকসিনের কিছু সার্ভে করতে হবে। তারপর কদমতলা এলাকার সত্যরঞ্জন নাথ ও প্রেমতলা এলাকার সন্দীপ দেবের নাম ঠিকানা দিয়ে সার্ভেতে পাঠায় ঐ ব্যক্তি। আর সার্ভেতে গেলে ঐ দুই ব্যক্তির মোবাইল ফোন থেকে কিছু ম্যাসেজ আগরতলার বসের কাছে পাঠায় সে। অপরদিকে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান,কোভিডের ভ্যাকসিনের সার্ভের নামে প্রতারনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । বর্তমানে তাদেরকে কদমতলা থানার হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে এই প্রতারক চক্রটিকে জালে তুলতে যুদ্ধকালীন তৎপরতা জারি রেখেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার পুলিশি রিমান্ড চেয়ে ধৃত তিন প্রতারককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সাত দফা দাবির সমর্থনে উদ্যোগে বামপন্থী তিনটি গণসংগঠন মিছিল করেন।
Next post যাতায়তের রাস্তায় গাড়ীতে গাছ ভেঙ্গে পরে আহত এক।।
%d bloggers like this: