তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের ইচারবিল এলাকার লোকজন অভিযোগ করে জানান,ভারী বর্ষন এর ফলে তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের ইচারবিল এলাকায় ১২ টি পরিবারের বাড়িঘর ও তাদের জীবন সামগ্রী ভাসছে বানের জলে। তাদের অভিযোগ যে,সংশ্লিষ্ট এলাকার জল পারাপারের জন্য যে মূল নালাটি রয়েছে সেটিকে নিজের প্রভাব খাটিয়ে মাটি ফালিয়ে বন্ধ করে দেয় দিলীপ চৌধুরী নামে এলাকার এক মাতব্বর। ফলে সংশ্লিষ্ট এলাকা থেকে জল পারাপার সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়। ফলে বর্ষার জলে জলমগ্ন হয়ে যায় এলাকার ১২টি পরিবারের বসত ঘর সহ তাদের জীবন সামগ্রী। তাদের বসত ঘরেও বৃষ্টির জল প্রবেশ করে এবং ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র জলের তলায় চলে যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দোকান ভিটা তুলে নেওয়ার জেরে ব্যবসায়ীরা হতাশাগ্রস্থ।
Next post জনগণের হামলায় ভাঙলো নেশার ঠ্যাক
%d bloggers like this: