শান্তির বাজার শহরের প্রান কেন্দ্রে একের পর এক চুরির ঘটনা সংগঠিত করে যাচ্ছে নিশিকুটম্বের দল। রবিবার গভীর রাতে সব্জি বাজার স্থিত কালি মন্দিরের তালা ভেঙ্গে প্রবেশ করে প্রনামী বাক্স ভেঙ্গে প্রনামী বাক্স থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় নিশিকুটম্বের দল। মন্দির থেকে প্রনামী বক্সটি নিয়ে গিয়ে মন্দিরের পেছনে একটি দোকানে বাক্সটি ভেঙ্গে রেখে চলে যায়। সোমবার সকালে চুরির ঘটনা টি স্থানীয় ব্যাবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটির লোকজনেরা জানতে পেরে খবর দেয় শান্তির বাজার থানায়।এনিয়ে মন্দির কমিটির লোকজনেরা পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উবরে দেন। উনারা অভিযোগ করেন, চুরির বিষয়ে থানায় জানানোর পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান পুলিশ রাতে বাজারে সঠিকভাবে ডিউটি করে না। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় রা