মাতাবাড়ি মধ্যপাড়া এলাকায় চুরি করতে গিয়ে হাতে নাতে আটক এক যুবক। ঘটনার বিবরণে জানা যায় মাতাবাড়ি মধ্যপাড়া এলাকায় মনা রায়ের বাড়িতে গতকাল একটি ঠাকুরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই ঠাকুরের অনুষ্ঠান উপলক্ষে ডেকোরেশন করার জন্য মাতাবাড়ি এলাকার ত্রিপুরেশ্বরী ডেকোরেটার কে ঠিক করা হয়। গতকাল প্রোগ্রাম শেষ হওয়ার পর আজকে সকাল সাতটা নাগাদ ওই যুবক মনা রায়ের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে যায়। তাদের বাড়িতে গিয়ে ডেকোরেটরের জিনিস পত্রগুলি প্রায় গুছিয়ে নেয়। পরবর্তী সময় ওই যুবক তাদের ঘরে গিয়ে চেয়ার খুজার নাম করে তাদের ঘরের মধ্যে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থেকে বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পরবর্তী সময়ে বাড়ির মালিক ওই যুবকে দেখে ফেলেন এবং তাদের সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে বলেন ডেকোরেটরের মালিক সুমন পাঠিয়েছে জিনিসপত্র বক্স মেশিন নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার মতি গতির অবস্থা দেখে ওই বাড়ির মালিক ডেকোরেটের মালিকে ফোন করে জিজ্ঞাসা করলে বলেন আমার এখনো কোন স্টাফ আসেনি। এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডেকোরেটরের মালিক সুমন এবং তৎক্ষণাৎ হাতেনাতে ওই যুবককে ধরে ফেলেন। এবং পরবর্তী সময়ে উদয়পুর আর কে পুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় ওই যুবকের নাম সুব্রত বণিক। তার বাড়ি গর্জি তৈনানি এলাকায়। গত কিছুদিন আগে একই কায়দায় মাতাবাড়ি আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এক বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার সহ দেব ডেকোরেটরের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চুরের দল। এবং উদয়পুরের বিভিন্ন সাউন্ড এবং ডেকোরেটরের মালিকদের বিভিন্ন সামগ্রী একই কায়দায় বাড়িতে এসে চুরি করে নিয়ে যায় চোরের দল।