ধর্মনগর শহর ও আশপাশ এলাকায় নেশার বাড়বাড়ন্তে যুব সমাজ আজ ধ্বংসের মুখে। বিভিন্ন এলাকায় খুব সহজেই ইয়াবা, হেরোইন, গাঁজা সহ নানা নেশা সামগ্রী হাতের নাগালের কাছে পাচ্ছে নেশাগ্রস্তরা। এমন অভিযোগ ধর্মনগরের বিভিন্ন এলাকা থেকে পাওয়া যাচ্ছে। গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রতে দুই খুচরো মাদক কারবারিকে আটক করে পুলিশ ধর্মনগর দুর্গাপুর এলাকা থেকে। ধৃতরা হল জামসেদ আলি (হারুন) (৩২) পিতা মৃত আবদুল মুতলিফ বাড়ি ধর্মনগর পুর পরিষদ এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে। এবং তার শ্যালক বাবুল উদ্দিন (২৫) পিতা আজাদ উদ্দিন বাড়ি চুরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি এলাকায়। তাদের কাছ থেকে দুই প্যাকেটে ছয় কেজি গাঁজা, ১৯৫টি ইয়াবা ট্যাবলেট, নগদ পঁয়ত্রিশ হাজার টাকা, টিআর ০৫ সি ৫১৪৩ নম্বরের একটি বাইক সহ দুটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।