মঙ্গলবার জগহরিমুড়া এলাকায় ৬৫ বছর বয়সী প্রদীপ পালের মৃতদেহ উদ্ধার হয় নিজ ঘরের সামনে থেকে। বৃদ্ধের দুই ছেলে প্রতিনিয়ত ঝগড়া করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, ছেলেদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার মৃত্যুকে বেছে নেন বৃদ্ধ প্রদীপ পাল। এদিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহারাজগঞ্জ বাজারে ফাঁড়ির পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের পাঠিয়ে দেওয়া হয় l