বৃহস্পতিবার দেশের কৃষকদের বহুমুখী সুবিধা দিতে নতুন করে চালু হওয়া এপ্রধানমন্ত্রী কৃষক-সম্মান সমৃদ্ধি প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেশবাসীর সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে কৃষকদের জন্য কি কি সুবিধা রয়েছে তা তুলে ধরেন। আর প্রধানমন্ত্রীর এই ঘোষণা এদিন সরাসরি শুনলেন দলের কিষান মোর্চার নেতা কর্মীরা। ব্যতিক্রম ছিল না ত্রিপুরা রাজ্যও। রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে কৃষকদের স্বার্থে চালু হওয়া প্রধানমন্ত্রীর নতুন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা সরাসরি শুনলেন রাজ্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি জওহর সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। কৃষকদের স্বার্থ বিষয়ক প্রধানমন্ত্রী কৃষক সম্মান সমৃদ্ধি যোজনা প্রসঙ্গে এদিন কিষান মোর্চার প্রদেশ সভাপতি বলেন, দেশের প্রধানমন্ত্রী কৃষকদের কল্যাণে বহুমুখী প্রকল্প নিয়ে কাজ করে চলেছেন। বক্তৃতা ও প্রচারের মধ্য দিয়ে নয়, বাস্তবের মধ্য দাঁড়িয়ে কৃষকরা যাতে আত্মনির্ভর হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন তিনি। কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী নতুন এই প্রকল্প চালু করেছেন। এতে করে দেশের কৃষকরা আগামীদিন ভাল ভাবেই উপকৃত হবে বলে তিনি জানান।