বৃহস্পতিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিবন্ধিত বিল্ডিং এবং অন্যান্য নির্মাণ শ্রমিকদের টুল কিট বিতরণ করা হয়। অনুষ্ঠানে এক হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেওয়ার পর তাদের কাজের সুবিধার্থে ৫০০ জনকে বিনা পয়সায় বিভিন্ন নির্মাণ সংক্রান্ত টুল কিট প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন লেবার কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শ্রম মন্ত্রী বলেন, শ্রমিকদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের উদ্যোগে তাদেরকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।