কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে নয়জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনার মেজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করার দাবী সহ মোট আট দফা দাবীতে ঊনকোটি জেলা শাসকের কাছে স্বারকলিপি দিল সি.পি.আই.এম ঊনকোটি জেলা কমিটি।বৃহস্পতিবার দুপুরে পার্টির জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী-সহ ৫ জনের প্রতিনিধিদল জেলা শাসক তরিৎ কান্তি চাকমার হাতে স্বারকলিপি তোলে দেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পার্টির রাজ্য কমিটির সদস্য বীরচন্দ্র দেববর্মা, জেলা কমিটির নেতৃত্ব কান্তিলাল দেব,মিন্টু চন্দ্র দাস ও চুমকি চক্রবর্তী। জেলাশাসকের কাছে স্মারক লিপি জমা দেওয়ায় পরে পার্টির জেলাদপ্তরে এক সংবাদিক সম্মেলনে মিলিত হয় ডেপুটেশন প্রদানকারীরা। সাংবাদিক জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন যে, বিগত ২৮ জুন বিকেলে কুমারঘাটে উলটো রথের দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়। ঘটনায় রাজ্যের মূখ্যমন্ত্রী বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। প্রায় এক মাস অতিক্রান্ত হলেও তদন্তের কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। তাই এই তদন্তের কাজ দ্রুত শেষ করার দাবী জানাচ্ছে পার্টির জেলাকমিটি। একই সাথে ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের একজনের সরকারি চাকুরি ও আহতদের উন্নত চিকিৎসার ব্যাবস্থা করার দাবী জানানো হয়।দ্বিতীয়ত, ঊনকোটি জেলায় নটিংছড়া,হীরাছড়া, সোনামুখি ও দেবস্তল এই চারটি চা বাগান রয়েছে। বর্তমানে সবগুলো বাগান বন্ধ হয়ে আছে। চা বাগান গুলো পরিচালনার দায়িত্বে রয়েছে “সানসাইন”- নামে একটি চিটফান্ড কোম্পানি। যার বিরুদ্ধে মামলা রয়েছে। গত কয়েক মাস আগে কৈলাসহর কুমারঘাট জাতীয়সড়ক করার জন্যে নটিংছড়া চা বাগানের কিছু জমি ক্রয় করা হয়েছে। সেই জমির টাকা প্রশাসনের তরফে সিল করা ছিল। সেই টাকা রিলিজ করার জন্যে বিধায়ক ভগবান দাস জেলাশাসক অফিসে চিঠি দেন। কারন হিসেবে চা বাগান শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়ার জন্যে। যদিও শ্রমিকরা সেই টাকা পায়নি।এবং সেই টাকা প্রকৃত শ্রমিকদের হাতে তোলে দিতে হবে। এছাড়া কৈলাসহর কুমারঘাট দুই মহকুমাতেই বিদ্যুৎ-এর বেহাল অবস্থা।শহর ও গ্রামীণ এলাকায় বিদ্যুৎ- স্বাভাবিক করে পানীয়জল, জলসেচের ব্যাবস্থা করা। একইসাথে কুমারঘাটে জনৈক স্বপন সাহা উনার নিজস্ব জমিতে একটি ব্যাঙ্কের শাখা ভাড়া দিয়েছেন।তারজন্যে বিদ্যুৎদপ্তরে একটি ট্রান্সফরমার বসানোর টাকা জমা দিলেও রাজনৈতিক উদেশ্যেপ্রনোদিত ভাবে সেখানে ট্রান্সফরমার বসানো হচ্ছে না। অন্য দাবিগুলোর উল্লেখ করে তিনি আরো বলেন যে, জেলার বিভিন্ন ব্লক এলাকায় ছাটাইকৃত মিড ডে মিল, আশাকর্মী,পাম্প অপারেটর,আই সি ডি এস কর্মীদের পুনবহাল করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেক গৃহহীন পরিবারে ঘরের ব্যাবস্থা, মনু ল্যান্ড কাষ্টমসের বন্ধ কাজ চালু করা,বিমানবন্দর সংস্কার কাজ শেষ করা ও কৈলাসহরে রেল সংযোগ স্হাপন, জেলা হাসপাতালে জেনেরিক মেডিসিন কাউন্টার চালু করার দাবী জানানো হয় বলেও জানান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post টুল কিট বিতরনি অনুষ্ঠান।
Next post রোগীকে চিকিৎসা না করিয়ে ড্রেনে ফেলে দিলেন চিকিৎসক।
%d bloggers like this: