নয়া দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শুক্রবার রাজ্যে ফিরলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং আই পি এফটি দলের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া l রাজ্যে এসে এম বি বি বিমান বন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানান, বৈঠকে আমরা আমাদের দাবি রেখেছি l তিপ্রাল্যান্ডের দাবীকে সামনে রেখেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের পুরনো দাবি থেকে আমরা এক পাও পিছিয়ে যায়নি বলে তিনি জানান l কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিনিধি দের সঙ্গে বৈঠক করে সন্তোষ প্রকাশ করেন বিরোধী দলনেতা l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post উইকেন্ড ট্যুরিস্ট হাব এর সূচনা করবেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী ।
Next post পাকিস্তানের সবথেকে বড় যৌন কেলেঙ্কারির ফাঁস, বিশ্ববিদ্যালয়ে থেকে ভাইরাল ৫৫০০ পর্ন ভিডিও
%d bloggers like this: