শনিবার রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালিবাজার এলাকায় ড্রাগস সেবন করার সময় দুই যুবককে আটক করে স্থানীয়রা । পরবর্তী সময়ে খবর দেওয়া হয় বামুটিয়া পুলিশ ফাঁড়িতে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বামুটিয়া ফাঁড়ি পুলিশ এবং দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায় থানায়। প্রাথমিক ভাবে জানা যায় একজনের বাড়ি কালীবাজার জামাই চৌমুহনী এলাকায় ও আরেকজনের বাড়ি রথখলা এলাকায়।তাদের মধ্যে একজন ড্রাগস সেবনকারী এবং আরেকজন ড্রাগস বিক্রেতা। এরই মধ্যে রবিবার বিকেলে বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় একটি রাবার বাগানে বসে ড্রাগসের কেস থেকে কৌটার মধ্যে ড্রাগস ঢুকানোর সময় বাগানের মালিক তাদের সামনে এগিয়ে গিয়ে তাদেরকে আটক করার চেষ্টা করলে তারা বাগান মালিককে ধাক্কা দিয়ে চলে যায়।এদের মধ্যে একজন হল রূপু দেব ওরফে গঙ্গা এলাকার পরিচিত অবৈধ নেশা কারবারি।এবিষয়ে বাগান মালিক জানান, দীর্ঘদিন ধরে তারা এই বাগানে বসে এই কাজ করছেন । কিন্তু তাদের হাতেনাতে ধরতে পারিনি । আজ তাদের হাতেনাতে ধরতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে তারা পালিয়ে যায়।এই বিষয়ে বামুটিয়া পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় পুলিশ বিষয়টি জানে এবং তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করছে।কিন্তু এখন পর্যন্ত একজন ড্রাগস কারবারিকেও জালে তুলতে পারেনি পুলিশ।পুলিশের ভুমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ফের অপহরণ করার অভিযোগ দায়ের হলো উদয়পুর মহিলা থানায়
Next post আবারও ৬০ কেজি গাঁজা উদ্ধার করে আমবাসা থানার পুলিশ ।
%d bloggers like this: