সোমবার দুপুরে বহিঃ রাজ্যের একটি গাড়ি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ ।ঘটনা আমবাসা মহকুমার অন্তর্গত নাকা চেকিং পয়েন্টের সামনে l এদিন নাকা চেকিং পয়েন্টের সামনে বহিঃ রাজ্যের একটি গাড়িকে পুলিশ থামাতে বলে ।কিন্তু গাড়ির চালক পুলিশের নির্দেশ অমান্য করে কিছুটা দূরে গিয়ে গাড়িটি রাস্তায় সাইডে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫৭ টি প্যাকেট থেকে মোট ষাট কেজি গাজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানিয়েছেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার