সোমবার ভোরে জয়পুর-মুম্বই এক্সপ্রেসে রেল সুরক্ষা বাহিনীর এক জওয়ানের গুলিতে প্রাণ গেল কমপক্ষে ৪ জনের। আহত আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে একজন আরপিএফ-এর সহকারী সাব-ইন্সপেক্টর বা এএসআই রয়েছেন। বাকি তিনজন সাধারণ যাত্রী। প্রাথমিক খবর অনুযায়ী, চারজনকেই গুলি করে হত্যা করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল সিটি চেতন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে এদিন ভোর ৫টা নাগাদ, দহিসার এবং মীরা রোড স্টেশনের মধ্যবর্তী এক জায়গায়।খবর পেয়ে তদন্তে নেমেছে রেল। অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র-সহ আটক করা হয়েছে। অভিযুক্তের নাম চেতন সিং। পশ্চিম রেল সূত্রে খবর, সোমবার সকালে মুম্বইগামী জয়পুর এক্সপ্রেস পালঘর স্টেশন ছাড়ার পরই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বি-৫ কামরায় আরপিএফের এক কনস্টেবল তাঁর কাছে থাকা বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন চারজন। এরপর দহিসার স্টেশন ঢোকার সময় অভিযুক্ত ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ধরা পড়ে যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post পি আর টি সি ও বিদ্যা জ্যোতি প্রকল্প নিয়ে সম্মেলন করেন কংগ্রেস ভবনে।
Next post বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক নারী সমিতি।
%d bloggers like this: