ডাক্তার বলছেন মারপিট, পরিবারের দাবি দুর্ঘটনা। চাম্পাহাওর থানাধীন বন বাজার এলাকায় প্রবেশ সাওতাল নামে যুবককে রক্তাক্ত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন তার ভাই। ওই সময় কর্মরত চিকিৎসক ছিলেন জন দেববর্মা। ওই রাতে প্রবেশ সাওতালের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলে আর্থিক দুরবস্থার কারণে তাকে জিবিতে নিয়ে যেতে পারেনি পরিবারের লোকজন। সোমবার সকাল দশটায় খোয়াই জেলা হাসপাতালে প্রবেশ সাঁওতালের মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যু নিয়ে ডাক্তার এবং পরিবারের সদস্যদের বক্তব্যে মিল নেই।