আইন শৃঙ্খলা নিয়ে ফের কড়া ভাষায় মণিপুর সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য,’মণিপুরে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। গত দু’মাসে সেরাজ্যে আইনের শাসন বলে কিছুই অবশিষ্ট নেই। জনতাকে রক্ষা করতে ব্যর্থ পুলিশ প্রশাসন।’মঙ্গলবার সুপ্রিম কোর্টে মণিপুর নিয়ে বেশ কয়েকটি মামলার শুনানি ছিল। মণিপুর সরকারের হয়ে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান, সরকার ওই বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় যথেষ্ট সংবেদনশীল। এ নিয়ে হলফনামাও দেওয়া হয়েছে। জিরো এফআইআর দায়ের করা হয়েছিল। সাধারণ এফআইআরও দায়ের হয়েছে। কিন্তু অ্যাটর্নি জেনারেলের সেই যুক্তিতে বিশেষ সন্তুষ্ট হয়নি আদালত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ,”মণিপুর পুলিশ এই তদন্তে গাছাড়া মনোভাব দেখিয়েছে। তদন্তের গতি অত্যন্ত মন্থর।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post তেল সঙ্কটে ভুগছে তেলিয়ামুড়াবাসী।
Next post এবার জনগণের হাতে আটক এক নেশা সেবনকারী যুবক।
%d bloggers like this: