মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ বিশালগড় নিউমার্কেট পশু হাসপাতালের সামনে পৌর পরিষদের রাস্তার কাজ হচ্ছিল ঠিক সেই সময় পশু হাসপাতালের সামনে এক যুবক গ্রাম সুগারের নেশা করতে দেখতে পায় এলাকার জনগণ পরবর্তী সময়ে সমস্ত জনগণ একত্রিত হয়ে যুবককে ধরে দেওয়া হয় গণধোলাই, গণধোলাই খেয়ে তার প্যান্টের পকেট থেকে আটটি ব্রাউন সুগারের কন্টেনার উদ্ধার করতে সময় এলাকার জনগণ। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় বিশালগড় থানায় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ৮ টি ব্রাউন সুগারের কন্টেনার সহ যুবককে ধরে থানায় নিয়ে আসে, জানা যায় তার বাড়ি বিশালগড় গজারিয়া চেলিখলা এলাকায়।রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিপুরা কে নেশা মুক্ত করার যে ভূমিকা গ্রহণ করেছে একাংশ নেশা বিক্রেতা ও নেশা আসক্ত হওয়া যুবকরা মুখ্যমন্ত্রীর স্বপ্নে জল ঢেলে দিচ্ছে যার হাত থেকে বাদ যায়নি রাজ্যের পশু হাসপাতাল।নেশা খোররা এখন বেছে নিয়েছে বিশালগড় মহকুমা হাসপাতাল বিশালগড় নিউমার্কেট পশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল বেছে নিয়েছে ড্রাগ সের নেশা করার যুবকরা, যেই জায়গায় পশু হাসপাতালে পৌঁছে চিকিৎসা করা হবে আর মহকুমা হাসপাতালে মানুষের চিকিৎসা হবে সেই হাসপাতাল গুলিকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে ড্রাগসের নেশা করা যুবকরা, যার ফলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো দিনের পর দিন ভেঙে পড়ছে।প্রশাসন কঠোর ভূমিকা গ্রহণ করলে ড্রাগসের নেশায় আসক্ত হওয়া যুবকদের জালে তুলতে পারবে।