এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খোয়াই জেলার লালছড়া এলাকার মেধাবী ছাত্র অঙ্কিত পাল নবম স্থান অধিকার করেছে। পাশাপাশি সে Super-30 স্কীমের আওতায় কোচিং নিয়ে আইআইটি বেনারসে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে। তবে অঙ্কিতের পরিবারের আর্থিক দুর্বলতার কারণে বর্তমানে এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে এই মেধাবী ছাত্রটির ভবিষ্যৎ। অতি সম্প্রতি অঙ্কিতের পরিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে অঙ্কিতের পাশে এসে দাঁড়ায় ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশন । এরই প্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশনের তরফ থেকে এক লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর হাত দিয়ে অঙ্কিতের হাতে তুলে দেওয়া হয়। এসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। অঙ্কিতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মুখ্যমন্ত্রী।