কুমারঘাট রেল স্টেশন এলাকায় আগরতলার ব্যবসায়ী গীতাহরণ সাহার (৪৮) সাথে স্থানীয় বাসিন্দা সুমন এবং চয়নের সাথে লেনদেন সংক্রান্ত বিবাদে ঝগড়া হয়। অভিযোগ গীতাহরণকে মারধর করা হয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে আসে।ব্যবসাস সংক্রান্ত লেনদেন নিয়ে মারপিটের অভিযোগ।