আবারো রাতের আঁধারে রাজধানীতে চুরির ঘটনা ঘটেছে । শুক্রবার রাতে রাজধানীর আশ্রম চৌহমনী এলাকায় চোরের দল পর পর তিনটি দোকানে চুরির ঘটনা সঙ্ঘটিত করে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি নিয়ে যায়। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে ব্যবসায়ীদের। প্রতিনিয়ত চোরের দল এই এলাকায় দোকান ও বাড়িঘরে চুরির ঘটনা সঙ্ঘটিত করে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের । এনিয়ে চিন্তিত তারা l