দলের শৃঙ্খলা বিরোধী বক্তব্যের জেরে দল থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হল আবুল খায়ের মিঞা’কে। আগামী ৬ মাসের জন্য সমস্ত ধরনের দলীয় প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আবুল খায়ের’কে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেব্বর্মা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা দলের প্রার্থী হিসেবে ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবুল খায়ের।
পাশাপাশি এদিন বিরোধী দলনেতা আরও জানান, আসন্ন উপনির্বাচনে দল কোন প্রার্থী দেবে কিনা কিংবা কোন দলকে সমর্থন করবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত গৃহীত হয়নি। আগামী ২২ শে আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের সিদ্ধান্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।