শনিবার দিল্লীতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা! শনিবার নিজের সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যের উওন্নয়নে একাধিক বিষয় নিয়ে দির্ঘ সময় আলোচনা হয়েছে বলেও সুত্র মারফত জানা গেছে! দেশের প্রধানমন্ত্রীকে পুস্পস্তবক, উত্তরীয় এবং বাঁশ বেতের তৈরি মুর্তি দিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী! তাছাড়া রাজ্যের অন্তিম ব্যাক্তি পর্যন্ত উন্নয়ন ও সর্বাঙ্গিন বিকাশের সুফল পৌঁছে দিতেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী! নিজের সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

