রবিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জীরানিয়া স্থিত একটি ইট ভাট্টাতে কাজ করতে আসা বহিঃরাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য এক শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উক্ত ব্যাংকের চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং, ও জেনারেল ম্যানেজার শ্রী সন্তোষ রাবৎ সস্ত্রীক উপস্থিত ছিলেন। এছাড়া ও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তমাল দেবনাথ ও অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য সদস্যা বৃন্দ । অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে চেয়ারম্যান এই ধরণের প্রোগ্রাম করার গুরুত্ব সবার কাছে তুলে ধরেন এবং অ্যাসোসিয়েশনের এই শুভ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। জেনারেল ম্যানেজার ওনার ভাষণে বলেন যে সাধারণত অ্যাসোসিয়েশন কর্মচারীদের দাবীদাবা বেতন ভাতা বৃদ্ধি ইত্যাদি বিষয়েই সক্রিয় ভাবে কাজ করে থাকেন, কিন্তু এই অ্যাসোসিয়েশন এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে প্রমাণ করে দিলো যে গতানুগতিকতার বাইরে গিয়ে সমাজ সেবার কাজও ব্যাংকের অফিসার সংগঠন করতে পারে। উপস্থিত শ্রমিকদের সবার চোখে মুখে ছিল কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। বুভুক্ষা আর তিতিক্ষা যাদের নিত্য সঙ্গী, তাদের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশনের এই প্রয়াস সত্যিই প্রশংসার দাবি রাখে। অ্যাসোসিয়েশনের সভাপতি তমাল দেবনাথ আগামী দিনেও সংগঠনের এই ধরণের সমাজ সেবা মূলক উদ্যোগকে আরো এগিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিলেন। ব্যাংকের অন্য সংগঠন গুলো ভবিষ্যতে এরকম শুভ উদ্যোগে কতোটুকু অংশ গ্রহণ করে, সেটাই দেখার।
