রক্তাক্ত অবস্থায় এক উপজাতি রমণীকে উদ্ধার করল দমকল বাহিনীর কর্মীরা। ঘটনা বৃহস্পতিবার রাতে মুঙ্গিয়াকামি থানাধীন চাকমাঘাট শালবাগান এলাকায়। ঘটনার বিবরণে জানাযায়,, বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ তেলিয়ামুড়া দমকল বাহিনীর কাছে খবর আসে এক মহিলা রক্তাক্ত অবস্থায় চাকমাঘাট শালবাগান এলাকায় পরে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লক্ষ্মী দেববর্মা নামে এক জনৈক মহিলাকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানাজায় মহিলার নাম লক্ষ্মী দেববর্মা( ৪৫),স্বামী উত্তম দেববর্মা বলে জানান দমকলকর্মী। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই রাজধানীর জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক । এদিকে এক এলাকাবাসী জানান কিভাবে ঘটনা উনারা কিছুই বলতে পারেনি। অন্যদিকে, মুঙ্গিয়াকামি থানা সূত্রে খবর পারিবারিক ঝামেলা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল । এই ঝগড়া থেকেই ঘটনা সংঘটিত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরে মুঙ্গিয়াকামি থানার পুলিশ অভিযোগ পেয়ে রাতেই আহত লক্ষ্মী দেববর্মার স্বামী উত্তম দেববর্মাকে থানায় নিয়ে আসে বলে থানা সুত্রের খবর ।