কুখ্যাত এক গাঁজা মজুদদেরকে পুলিশ জালে তুলতে সক্ষম হয় মধ্যরাতে! ঘটনা যাত্রাপুর থানায় এলাকার উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গামুড়া গ্রামে।।।ধৃত ব্যক্তির নাম মফিজুল ইসলাম(32) পিতা- আব্দুল রহমান বাড়ি রাঙ্গামুরা।। ১৬ই ফেব্রুয়ারি যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত দেবনাথ সংবাদকর্মীকে ডেকে নিয়ে ঘটনার বিবরণ জানাতে গিয়ে বলেন, রাতে তাদের কাছে গোপনে খবর আসে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অফিসারের নেতৃত্বে, সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, টিএস আর জোয়ানসহ অন্যান্য পুলিশ স্টাফকে সঙ্গে নিয়ে তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে তল্লাশি চালায়। পুলিশের আচ পেয়ে পালিয়ে যেতে উদ্যত হলে পাকড়াও করে তাকে পুলিশ। শুরু হয় তার বসত করে তল্লাশি। তল্লাশী চালিয়ে বসত করে খাটের নিচে প্লাস্টিকের বস্তাবন্দি শুকনো গাজা পাওয়া যায় দুই বস্তা। সঙ্গে সঙ্গে তাকে ও গাঁজাসহ নিয়ে আসার ও থানা। পুলিশ অফিসার জানিয়েছেন, এই জাতীয় অভিযান যাত্রাপুর থানা আগামী দিনে ও অব্যাহত থাকবে। কুখ্যাত সেই গাজা মজুতদারের বিরুদ্ধে থানায় এন ডি পি এস ধারায় মামলা রেজিস্টার ভুক্ত করে তাকে আজকেই নাকি কোর্টে সোপর্দ করা হবে। যাত্রাপুর থানায় এলাকায় এখন আর গাজা বাগান নেই। গাজার ফলন এসে গেছে বাড়ি ঘরে। তবে, থানা পুলিশ কমপক্ষে ২২ থেকে ২৫ দিনের মতো অভিযান চালিয়ে যথেষ্ট গাজা বাগান ধ্বংস করা হয়েছিল। তার মধ্যেও ফাঁকি ফুকে কতিপয় গাঁজা চাষীর বাগান থাকলেও বাড়িঘরে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করার জন্য অভিযানে নেমে পড়েছে। এমনটাই বুঝা গেল পুলিশ অফিসারের কথাবার্তায়।