মধুপুর ফুলতলী এলাকায় স্কুটি ও অটো গাড়ির সংঘর্ষে গুরুতরভাবে আহত ১। ঘটনা বিবরনে জানা যায় রবিবার দুপুর ১২ টা নাগাদ বিশালগড় মধুপুর ফুলতলী এলাকায় TR01C2108 নাম্বারের অটো গাড়ির সঙ্গে TR07H5062 স্কুটির সংঘর্ষ ঘটে এতে স্কুটিতে থাকা সুমন দাস রাস্তার পাশে ছিটকে পড়ে যায়, খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কে তারা ঘটনার স্থলে ছুটে গিয়ে আহত সুমন দাস কে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা যায় আহত সুমন দাসের অবস্থা খুবই আশঙ্কা জনক বাড়ি অমরপুর এলাকায়।