২০ বক্সনগর বিধানসভা এলাকার আশাবাড়ী গ্রামে মঙ্গলবার দুপুরে এলাকার বিধায়ক শহিদ চৌধুরীর নেতৃত্বে কৃষক সভার সভ্যপদ অভিযান শুরু হয়। উনার সাথে ছিলেন কৃষক সভার রাজ্য কমিটির সদস্য গৌরাংগো ঠাকুরতা এবং আশাবাড়ী এলাকার কৃষক সভার নেতৃত্ব গন।ঠাকুরতা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান যে,মানুষ খোলা মেলা ভাবে উনাদের সাথে কথা বলেছেন,সভ্যপদ খুশি মনে গ্রহণ করছেন কোনো বাধা নিষেধ ছাড়াই। এলাকার মানুষ বিজেপির আমলের রাস্তাঘাট , বিদ্যুত,এবং মূল্য বৃদ্ধির কথা তুলে ধরেন উনাদের নিকট বলে জানান উপস্থিত নেতৃত্ব