ঊষাবাজার কান্ডে পুলিশের জালে আরও এক মহীলা! এয়ারপোর্ট থানার পুলিশ এই মহীলাকে আটক করে পশ্চিম আগরতলা মহীলা থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য! পুলিশ সূত্রে খবর এই মহীলা আটকৃত সুস্মিতা সরকারের বোন। বাড়ি থেকে পালানোর সময় পুলিশের হাতে আটক হন তিনি! সূত্রের খবর বাড়ি থেকে ব্যাগ ঘুচিয়ে বেরোনোর সময় এয়ারপোর্ট থানার পুলিশ তাকে আটক করে! জানা যায় রাজু বর্মের পরিবারের লোকেরা প্রথমে এই মেয়েটিকে হাতেনাতে ধরে! এবং মেয়েটি তাদের জানায় সে নাকি তার বয়ফ্রেন্ডের বাড়িতে যাবে। পুলিশ সূত্রে খবর মেয়েটি নিজের মা – বোনের স্বর্ণালংকার সহ একাধিক জিনিস নিয়ে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। এখন দেখার এই মেয়েকে জেরার পর পুলিশ কি বেড় করতে পারে!