কংগ্রেস ওয়ার্কিং কমিটি শনিবার সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকেই লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব পাশ করল। এদিন বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রবীণ নেতা কেসি বেণুগোপাল।
ওয়ার্কিং কমিটির বৈঠকের আগেই কংগ্রেসের নীতি রূপায়ক শীর্ষ নেতৃত্বের সকলেই রাহুল গান্ধীকে দলনেতা বাছাই করার পক্ষে রায় দেন। এমনকী বৈঠকের শুরুতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে পর্যন্ত তাঁর ভাষণের অনেকটা অংশ ব্যয় করেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর বন্দনায়। এই বৈঠকের পৌরোহিত্য করেছেন সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী, উপস্থিত রয়েছেন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, নবনির্বাচিত সাংসদ রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীসহ বর্ধিত ওয়ার্কিং কমিটির সদস্যরা।
বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষে রাজ্যসভা সদস্য কেসি বেণুগোপাল বলেন, ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা হওয়ার অনুরোধ জানায়। সংসদের ভিতরে সরকার বিরোধিতার প্রশ্নে তিনিই সেরা নেতা। কংগ্রেসের অধিকাংশ শীর্ষ নেতা ও তৃণমূলস্তরের কর্মীরা প্রকাশ্যে রাহুল গান্ধীর নেতৃত্ব চাইছেন সংসদের নিম্নকক্ষে। কিন্তু, খোদ রাহুল গান্ধী কি তৈরি এই দায়িত্ব নিতে?
সর্বভারতীয় মহিলা কংগ্রেস নেত্রী অলকা লাম্বা বলেন, সব সদস্যই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে প্রস্তাব জমা দিয়েছেন। রাহুলজি যদিও এ বিষয়ে চিন্তাভাবনার জন্য সময় চেয়ে নিয়েছেন। যদিও আমরা সকলেই চাই লোকসভায় তিনিই বিরোধীদের নেতৃত্ব দিন। দলের প্রবীণ নেতা বীরাপ্পা মৈলির কথায়, রাহুলের দিকেই পাল্লা ভারী অধিকাংশ নেতার সমর্থন। তিনি বলেন, দেশের জনমত রাহুলের প্রতিই আছে। আজ হোক কিংবা কাল, রাহুল গান্ধীর নেতৃত্বই মানতে হবে।