সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন শুক্রবার আগরতলার যোগেন্দ্রনগরের সুকান্ত প্লে সেন্টারে আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করেছে। ২০২৪ এর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল, Yoga for self and Society, এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৩০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই CBC -র আগরতলা শাখার প্রধান সুদীপ্ত কর, এইদিনটির গুরুত্ব তুলে ধরেন এবং আগামী প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি যোগব্যায়ামের চর্চা করতে বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই দিনটি গোটা দেশজুড়ে এক উৎসবে পরিণত হয়েছে।
জাতীয় বিচারক এবং পশ্চিম ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সমীরণ চক্রবর্তী তাঁর বক্তৃতায় তুলে ধরেন যে কীভাবে গত ১০ বছরে ভারতের প্রাচীন ঐতিহ্য যোগব্যায়াম একটি নতুন রূপ পেয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেবল ভারতেই নয়, যোগব্যায়াম বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি অভিভাবকদের তাদের দৈনন্দিন জীবন শৈলীতে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে বলেছিলেন।
স্বর্ণপদক বিজয়ী চয়ন দেবনাথ, দেবাশীষ দাস, স্নিগ্ধা পাল, যারা জাতীয়স্তরে যোগ আসনে স্বর্ণপদক বা অন্যান্য কৃতিত্ব অর্জন করেছেন তাদেরও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান উপস্থিত অতিথিদের বক্তব্যে ভবিষ্যত প্রজন্মকে যোগ আসনের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের ২৭ নং ওয়ার্ডের কর্পোরেটর সুভাষ ভৌমিক, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সুব্রত বিশ্বাস সহ অন্যান্যরা।