আগামী কাল, শুক্রবার নিট দুর্নীতি নিয়ে সংসদে সরব হতে চলেছে বিরোধীরা।রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ জ্ঞাপনের দিনই সরকারকে চাপে ফেলতে মরিয়া ইন্ডি জোট।

এদিকে বিরোধীদের হম্বিতম্বিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ শাসক এনডিএ। সূত্রের খবর, সরকারপক্ষ বিরোধীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিট দুর্নীতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। সরকার পক্ষের সাফ দাবি, কারচুপির খবর প্রকাশ্যে আসার পর সমস্ত পদক্ষেপ করা হয়েছে – সিবিআই তদন্ত থেকে উচ্চপর্যায়ের কমিটি গঠন।

শীঘ্রই এই কমিটি তার রিপোর্ট জমা দেবে। সংসদের চলতি অধিবেশনেই প্রশ্নফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থার ভিত গড়ে তোলা হবে বলে খবর। সূত্রের খবর, আগামী কাল বিষয়টি উঠলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার জবাব দেবেন। সোমবার সংসদে শপথ নেওয়ার সময় নিট বিতর্ক নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েন তিনি।

আজ সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণেও নিট দুর্নীতির বিষয়টি উঠে আসে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, সরকার নিরপেক্ষ তদন্তে বদ্ধপরিকর। ঘটনার গুরুত্ব মাথায় রেখে আপাতত সংসদে নিট দুর্নীতি নিয়েই সবার আগে সরব হতে চায় ইন্ডি জোটের শরিকরা। লক্ষ্য একটাই, তা হল মোদী সরকারকে চাপে রাখা।

এদিন বিকেলে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি)-এর অফিসে ঢুকে নিট পরীক্ষা বাতিল করার দাবি জানায়। সংসদের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ দেখানোর পরপরই মাঠে নামে এনএসইউআই।কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ১৫ বছর আগে মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করে বলেন, বিজেপিশাসিত রাজ্যগুলি প্রশ্নফাঁসের এপিসেন্টারে পরিণত হয়েছে। সেখান থেকে তা সমস্ত বিজেপিশাসিত রাজ্যে ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ উল্লেখ করে বিজেপির সমালোচনা করেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কে রাহুল? জাবাব পেলেন মোদী! কটাক্ষ কংগ্রেসের
Next post চুরি করতে এসে দম্পতির অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও রেকর্ড! ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা দাবী চোরের!
%d bloggers like this: