ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে অন্যান্য বারের মতো এবারো দেশি মদ বিরোধী অভিযানে নামলো ধর্মনগর থানার পুলিশ। শনিবার ভোর পাঁচটায় ধর্মনগর থানা এলাকার রাজনগর কলোনি এলাকার বিভিন্ন বাড়িঘরে ও জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় ত্রিশটি স্থানে মদ তৈরির ঠেক গুঁড়িয়ে দেয় পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার। তিনি জানিয়েছেন, থানা এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রতিদিন মদ বিরোধী অভিযান চালিয়েg যাচ্ছে। আটক করা হচ্ছে দেশি বিলাতি মদ এবং তার সাথে নেশাগ্রস্ত মাতাল সহ কারবারিদের। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে। যাতে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা যায় এজন্য পুলিশের পক্ষ থেকে মদ বিরোধী অভিযানে তেজি আনা হয়েছে। ওই এলাকায় শনিবার ভোর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে প্রচুর মদের ঠেক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশি মদ তৈরি পাচুয়াই সহ এক হাজার লিটার দেশি মদ দংশ করা হয়েছে। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে। এই অভিযানে কাউকে আটক করা যায়নি। এই ধরণের মদ বিরোধী অভিযান আগামীতেও জারি থাকবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য ধর্মনগর মহকুমার রাজনগর এলাকার বিশাল এলাকা জুড়ে রয়েছে দেশি মদ তৈরির কারখানা। এখান থেকেই জেলার বিভিন্ন স্থানে দেশি মদ সাপ্লাই করা হয়ে থাকে। এর আগেও বহুবার ওই গ্রামে মদ বিরোধী অভিযান চালিয়ে মদ তৈরির ঠেক গুঁড়িয়ে দিয়েছিলো পুলিশ। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে বহাল তবিয়তে ওই এলাকায় আজও রমরমিয়ে চলছে এই দেশি মদ তৈরির কারখানা।