রক্তদানকে সর্বশ্রেষ্ঠ দান বলে মনে করা হয় ৷ কারণ, রক্তদান মানেই জীবন দান ৷ মানব সমাজে রক্ত দিয়ে জীবন বাঁচানোর অসংখ্য উদাহরণ রয়েছে ৷ কিন্তু সারমেয়র দুনিয়ায় এমন ঘটনা খুব একটা শোনা যায়নি ৷ হিমোগ্লোবিনের ঘাটতিতে ভোগা ল্যাব্রাডর কুকুরের জীবন বাঁচাল একটি ডোবারম্যান ৷

অবিশ্বাস্য মনে হলেও বুধবার এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকের কোপ্পালে । এখানে একটি ল্যাব্রাডর কুকুরকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছে অন্য একটি বাঘা কুকুর ডোবারম্যান । শহরের একটি পশু চিকিৎসাকেন্দ্র 9 বছর বয়সী একটি অসুস্থ ল্যাব্রাডরকে নিয়ে আসা হয় । ল্যাব্রাডরটির হিমোগ্লোবিনের মাত্রা 3-এ নেমে এসেছিল বলে জানা গিয়েছে । প্রাণ বাঁচাতে তখনই তাঁকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে ।

কিন্তু কুকুরের জন্য রক্ত কোথা থেকে মিলবে ? ওইপশু চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক বাসবরাদ পুজারা রক্তের জন্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন । চিকিৎসকের প্রস্তাবে ইতিবাচক সাড়াও মেলে । ওই চিকিৎসক নিজের পোষ্য ডোবারম্যানকেও নিয়ে আসেন ক্লিনিকে । বাকি কুকুরের সঙ্গে ল্যাব্রাডরটির রক্তের নমুনা মিলছিল না ৷ তবে ঘটনাচক্রে চিকিৎসক নিজের পোষ্য ডোবারম্যানের রক্তের নমুনা মিলে যায় ৷ ফলে, অসুস্থ ল্যাব্রাডরটিকে রক্ত দেয় ওই ডোবারম্যান । জানা গিয়েছে, 300 মিলিলিটার রক্ত দেয় ওই ডোবারম্যান, নাম ভৈরব। প্রাণে বেঁচে যায় ওই ল্যাব্রাডর কুকুরটি।

পশু চিকিৎসক বাসবরাদ পুজারা বলেন, “যখনই এই কুকুরের স্বাস্থ্য সমস্যা হয়, তখনই আমরা তাকে পশু হাসপাতালে নিয়ে আসতে বলি। আমাদের মোবাইল নম্বর সেখানে দেওয়াছিল। বুধবার, ফোন করে বলেছিলাম যে, ওদের কুকুরের রক্তের নমুনা দরকার । ওঁরা অবিলম্বে তা পাঠিয়ে দেয় । তারপর ভৈরবের রক্তে ওই কুকুরটি প্রাণে বেঁচে যায় ৷ আমরাও গর্বিত পোষ্য প্রাণীদের এখানে এই ভাবে চিকিৎসা করাতে পেরে ।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মুম্বইয়ের গ্র্যান্ড রোড ধসে পড়ল আবাসনের ব্যালকনি, ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে মৃত ১ মহিলা
Next post গ্রেফতার বাংলাদেশের সাবেক মন্ত্রী তথা হাসিনার কাছের মানুষ ডাঃ দিপু মনি গ্রেফতার
%d bloggers like this: