রাজ্যে উদ্ভূত বন্যা পরিস্থিতির জন্য যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা। সারা রাজ্যের বেশ কিছু পরিবার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে দাঁড়াতে সারা রাজ্যের একাধিক সংগঠন সরকারি এবং বেসরকারি নানা সংস্থা প্রত্যেকেই এগিয়ে এসে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে অর্থ রাশি দান করছেন। শনিবা অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষে ত্রিপুরা রাজ্য সম্পাদক শ্রী মনোজ ভৌমিক, রাজ্য সভাপতি শ্রী চন্দ্র কুমার দেববর্মা, সার্কেল হেড শ্রী ঋতুরাজ কৃষ্ণ এবং অন্যান্যরা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ত্রিপুরার জন্য বন্যা ত্রাণের উদ্দেশ্যে ২ লাখ টাকা তুলে দেন।। এদিন সংগঠনের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর হাতে এই অর্থ রাশি সম্বলিত একটি চেক তুলে দেন। মুখ্যমন্ত্রী এদিন কর্মকর্তাদের ধন্যবাদ জানান এই কঠিন সময়ে এগিয়ে আসার জন্য।