আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ট্রাফিক পুলিশ জয়েন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং এ এম সি যৌথ উদ্যোগ আগরতলা শহরের নো পার্কিং জোনে রাখা বাইক, গাড়ি,সহ লাইসেন্স বিহীন ছোট ছোট দোকান গুলিকে তুলে নেওয়া হচ্ছে।। যানজট মুক্ত এবং পরিস্কার রাখার উদ্দেশ্যে অভিযান চালায় শহরে বিভিন্ন জায়গায়।