মহালয়ার পূণ্যলগ্নে দেবি পক্ষের সূচনা, একই সাথে জাতির জনক মহাত্মা গান্ধী র জন্মদিন এই দুটি পুণ্য তিথিতে
ইউনাইটেড সোশ্যাল ভোলান্টিয়ার্স, তেলিয়ামুড়া সামাজিক সংস্থার শারদসংখ্যা ২০২৪ ‘অরণি’ শুভমুক্তি ও পাঠকদের উদ্দেশ্যে উৎসর্গীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্ভোদন করেন ত্রিপুরা বিধানসভার সচেতক কল্যানী সাহা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, পুর পরিষদের কাউন্সিলর অপর্না শিল ৷ বির্শষ্ট লেখক কবি সাহিত্যিক নাট্যকার তথা প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন গোপ, ইউনাইটেড সোশ্যাল ভোলান্টিয়ার্স, এর সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা। এদিনেই এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার প্রাক্তন শিক্ষক,লেখক,সমাজসেবিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মূখ্য সচেতক কল্যাণী সাহা রায় উনার বক্তব্যে বলেন, সুস্থসংস্কৃতি ও সমাজকল্যাণের লক্ষ্যে তেলিয়ামুড়া স্থিত নবগঠিত সামাজিকসংস্থা ‘ইউনাইটেড সোশ্যাল ভোলান্টিয়ার্স-এর উদ্যোগে কবি, সাহিত্যিক, , সামাজিকসংস্থা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশ গ্রহণে প্রথমবারের মত প্রকাশিত শারদীয়মুখপত্র ‘অরণি’। মায়ের আগমনীকে কেন্দ্র করে প্রকৃতির রূপ-রসের মিলনায়তনে উন্নয়ন, সেবা ও সৌভাতৃত্বেকে সৃষ্টির সম্পূরক করে তুলতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি, সকলের সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণায় তাদের এই উদ্যোগ সার্থক রূপ পাবে এবং নবদিগন্তের সূচনা করবে।
নিজেদের লেখনির মাধ্যমে নবিন এবং প্রবিণ প্রজন্মের এক মেল বন্ধন সৃষ্টি হবে। মুখ্য সচেতক ছাড়াও বক্তব্য রাখেন খোয়াই জেলার সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ভারতীয় প্রযুক্তিতে তৈরি তিনটি সুপার কম্পিউটারের উদ্বোধন মোদীর, একটি থাকছে কলকাতায়
Next post এলাকায় নিয়ন্ত্রন হারাচ্ছে প্রশাসন! মহালয়ার রাতে কালিমালিপ্ত কৃষ্ণপুর!
%d bloggers like this: