বাইক চালক কে সুরক্ষা বিধি মেনে হেলমেট পড়ে বাইক চালানোর আহ্বান জানিয়ে, দুসরা অক্টোবর বুধবার মনুবাজার ভারতমাতা সংঘের উদ্যোগে,মনুবাজার থানার সহযোগিতায়,মনুবাজার মোটরস্ট্যান্ডে মোটর বাইক চালক ও গাড়ি চালকদের সচেতন করা হল।এদিন,যারা হেলমেট পড়ে বাইক চালিয়েছে তাদের কে যেমন একটি করে গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ জানিয়েছে তেমনি যারা হেলমেট ছাড়া বাইক চালিয়েছে তাদের কেও হেলমেট পড়ে বাইক চালানোর অনুরোধ জানিয়ে একটি করে গোলাপ ফুল তাদের হাতে তুলে দেওয়া হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার,মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক,ভারতমাতা সংঘের সম্পাদক তথা মনুবাজার গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পার্থ চক্রবর্তী, গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা নমঃ…এছাড়াও উপস্থিত ছিল মনুবাজার পঞ্চায়েত এলাকার স্বসহায়ক দলের সদস্যারা।