মহালয়া কে কেন্দ্র করে ধর্মীয় আবেগে ভাসলো সোনামুড়া।সকাল থেকেই চলে নানা ধর্মীয় অনুষ্ঠান। ভরে গোমতীর জলে বৈদিক ব্রাহ্মণ সমাজের উদ্যোগে আয়োজন করা হয় তর্পনের। পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকে।এরপর সকাল সাতটায় সোনামুড়া শহরে হিন্দু নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হল1 বিশাল রেলি।রেলিতে কচিকাঁচারা বিভিন্ন দেব-দেবীর সাজে সজ্জিত হয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করেন।এরপর বৈদিক ব্রাহ্মণ সমাজ সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজন করা হয় চন্ডীপূজা এবং যজ্ঞ্য অনুষ্ঠানের।স্থানীয় ঐতিহ্যবাহী শীতলা বাড়িতে এই মহাজঞ্জ্য অনুষ্ঠানে শহর এলাকার ধর্মাবলম্বীরা অংশ নেয়।প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন বৈদিক ব্রাহ্মণ সমাজের সদস্যরা।অনুষ্ঠান শেষে সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণেরও আয়োজন করা হয় বৈদিক ব্রাহ্মণ সমাজের উদ্যোগে।